ছেলেদের ব্যক্তিগত কিছু কথা

 ছেলেদের হৃদয়ের গভিরে লুকোনো কিছু কথা,





ছেলেদের কাঁদানো এত সহজ না। একটা ছেলে রাস্তাঘাটে মার খেয়ে পড়ে থাকলেও সে কাঁদে না। তাকে তার বাবা-মা ইচ্ছে মতো বকা দিলেও সে কাঁদে না, বরং শান্তি পায়।
তাকে ক্লাস টিচার্স বেত দিলেও সে কাঁদে না। তাকে তার প্রিয়জন রাগ, অভিমান করে যদি একটা থাপ্পড় ও দেয় তবুও সে কাঁদে না। বরং সেই থাপ্পড়ে সে ভালোবাসা খুঁজে নেয়। এক কথায় বলতে গেলে ছেলেরা কখনো কাঁদে-ই না। 

ছেলেদের কাঁদানোর একটা সহজ উপায় হলো; তাকে অবহেলা করুন ,তার থেকে গুরুত্ব কমিয়ে দিন, তার প্রতিটি কথায় গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিন, তার ভালোবাসাকে মজা হিসেবে নিন, তবেই ছেলেটি কাঁদবে। তবে রাতে,যাতে করে কেউ জানতে না পারে। এইটুকু করেই একটা ছেলেকে আপনি এক রাতে যতটুকু কাঁদাতে পারবেন বাকি সারাটা জীবনেও তাকে এতটুকু কাঁদাতে পারবেন না ।

কথাগুলো হাস্যকর মনে হলেও মিথ্যে নয়। একটি ছেলের মন থেকে ধরে দেহের প্রতিটি অংশের কষ্ট অনুভব করলে তখনই ছেলেটির চোখে জল আসে।

Post a Comment

0 Comments