হেরে যাওয়া ভালোবাসা থেকে ঘুরে দাঁড়ানোই আসল জীবন

 প্রিয় মানুষটির অতীত নয়,বর্তমান নিয়ে চিন্তা করা উচিত :


বিশেষ দ্রষ্টব্য;
নিম্নোক্ত সব উক্তি এই ভিডিও থেকে ধারণ করা হয়েছে।যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল,

 


আমি আবার যখন প্রেমে পড়বো খুঁজে খুঁজে একটা ঠকে যাওয়া ভেঙ্গে যাওয়া মানুষের প্রেমে পরবো। 

শুনো হে ভেঙে যাওয়া মানুষটি,তোমার অতীত নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই তুমি কার ছিলে আর কে তোমার ছিল তা একদমই আমার জানার আগ্রহ নেই।

তোমার প্রথম প্রেম কে অথবা কার প্রথম প্রেম তুমি তানিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। তোমার জীবনে কতজন এসেছে কতজন গেছে তা নিয়েও আমার কোন মাথা ব্যাথা নেই।তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে কিনা তা নিয়েও আমার কোন মাথা ব্যাথা নেই।কার জন্য তোমার চোখের জল পড়েছে অথবা কে তোমার চোখের জল ঝড়িয়েছে তা নিয়েও আমার কোন মাথা ব্যাথা নেই। 

আমার মাথা ব্যাথা যার জন্য, তুমি যখন আমাকে ভালবাসবে তখন শুধু আমাকেই ভালোবাসবে,আর কাউকে ভালোবাসতে পারবে না।

তুমি যখন আমাকে ভাবে তখন আমাকেই ভাবতে হবে,ওই ভাবনাতে তখন আর কাউকে রাখতে পারবে না।তোমার ছোট ছোট চাওয়া গুলো,তোমার হাসিখুশি কেবল আমাকেই দিবে আর কাউকে দিতে পারবে না। 

যদি  কখনো খুব কাঁদতে মন চায়,আমার বুকে মাথা রেখে কেঁদে নিও।যখন খুব ঘুম ঘুম ভাব হবে তখন বালিশে নয় আমার বুকের ঠিক মাঝে মাথা রেখে ঘুমিয়ে যেও। ক্লান্ত দুপুরে যখন নীরবতার একাকীত্ব তোমাকে ঘিরে ধরবে তখন আমাকে ডাকবে আর আমাকে পাশে রাখবে তোমার।

এখন বলতো এত কিছুর পরেও কি তোমার মনে হবে যে,তুমি একটা ভেঙ্গে যাওয়া মানুষ ঠকে যাওয়া মানুষ। জানি হবে না।

তবু যদি হয় ভয় পেয়ো না আরো পরিকল্পনা আছে তোমাকে ঘিরে।তুমি আর আগের সেই ভাঙ্গা তুমিকে কখনো খুঁজেই পাবে না। 

কোথায় আছো হে ভেঙ্গে যাওয়া মানুষটি কোথায় আছো হে ঠকে যাওয়া মানুষটি একবার এসে দেখে যাও তোমার জন্য কত হাসি আর কত খুশি জমা করে রেখেছি।

                                                    প্রীতম সরকার,,,

Post a Comment

0 Comments