শক্ত হয়ে পৃথিবীর বুকে কেউই জন্মায় না
আমি কখনো প্রতারক ছিলাম না! তোমাদের কাছে ভালোবাসা শিখতে গিয়ে আমি প্রতারণা শিখেছি।তোমরাই আমাকে ভালোবাসার নাম করে প্রতারণা শিখিয়েছ।শিখিয়েছ, কিভাবে ভালবাসার নাম করে তীব্র অবহেলায় তিলে তিলে মার'তে হয়।আমি কখনো ছ'ল'না জানতাম না! তোমরাই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে ছল'না শিখিয়েছো।শিখিয়ে দিয়েছ,কিভাবে মানুষের ইমোশন নিয়ে খেলতে হয়?কিভাবে একটা মানুষকে বছরের পর বছর না'কে দড়ি দিয়ে ঘুরাতে হয়। তোমরাই শিখিয়েছ সত্যের সাথে মিথ্যা মিশিয়ে কিভাবে Time Pass করতে হয়? কিভাবে অন্যকে ব্যবহার করে ভালো থাকতে হয়।কিভাবে অন্যের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হয়!
মানুষ চিরকাল বোকা থাকে না!মানুষ প্রতারিত হতে হতে চালাক হয়ে যায়। ভীষণ রকম চালাক।যে মানুষ আজ তোমার সাথে প্রতার'ণা করছে।একটা সময় সেও কারো না কারো কাছ থেকে প্রতারিত হয়েছিল।
চালাক হয়ে যান!স্বার্থবাদী হয়ে যান!তবে অন্যের মতো হতে যাবেন না!
কোথাও কেউ ভালো নেই,যার যার মন খারাপের সাক্ষী কেবল সে একাই।কেউ তোমায় তার দুঃখগুলো বলছে না বলে ভেবে বসো না,তার জীবনে হয়তো দুঃখ বলতে কিছুই নেই।কাউকে সবসময় হাসতে দেখলে ভেবো না তার কখনো মন খারাপ হয় না।কারোর বাইরের চলাফেরা দেখে কখনো তার ভেতরে বয়ে যাওয়ার ঝড় উপলব্ধি করা যায় না।খুঁজে দেখো দুঃখ না বলা মানুষটির জীবনে হয়তো দুঃখ-কষ্টের কোন শেষই নেই।সবার সামনে হাসতে থাকো মানুষটিও হয়তো প্রতি রাতে বালিশে মুখ চেপে কেঁদে কেঁদে বুক ভাসায়। ভালোবাসা বলতে কোন শব্দ নেই বলা মানুষটিও হয়তো কাউকে অসম্ভব রকমের ভালবেসে ঠকেছিল চরমভাবে।সবাই বেঈমান হয় বলা মানুষটিকে হয়তো বিপদে তার আপনজনেরাও দূরের ঠেলে দিয়েছিল নির্মমভাবে।
শক্ত হয়ে পৃথিবীর বুকে কেউই জন্মায় না।পরিবেশ,পরিস্থিতি মানুষকে শক্ত করে তোলে।
তুমি যা দেখছো,যা জানছো তার পিছনে আরো একটা চিত্র রয়েছে যা তোমার অদেখা এবং অজানা।আঘাতে সকলের সমপরিমাণই কষ্ট হয়,কারণ সকলেই রক্ত মাংসের গড়া মানুষ।কাউকে আলাদাভাবে ইট,সিমেন্ট বা লোহা দিয়ে তৈরি করা হয়নি।যে আঘাতে তার কষ্ট হবে না।কিন্তু একের পর এক আঘাত পেতে পেতে মানুষ আসলে একসময় আঘাতে অভ্যস্ত হয়ে যায়,চুপ থাকাটা খুব ভালোভাবে শিখে যায়।
কিন্তু এর মানে এই না, তাকে কষ্ট ছুঁতে পারে না কষ্ট তার-ও হয়।তবে সে অন্যদের মতো শোরগোল না করে নিরবে তা সয়ে যায়।দুঃখ-কষ্ট,খারাপ লাগা,অপূর্ণতা, অপ্রাপ্তি সবার জীবনেই আছে।হয়তো কেউ তার জন্য প্রকাশ্যে শোক পালন করে কেউ বা আবার নীরবে ডুকছে কেঁদে মোরে।কিন্তু দিনশেষে সবারই নিজস্ব কষ্ট আছে তুমি-আমি কেউই বাকি নেই।
বিশেষ দ্রষ্টব্য ;
উপরোক্ত উক্তিটি নিম্নোক্ত ভিডিও থেকে সংগৃহীত করা হয়েছে।যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেলের PUBLISHED ভিডিও।
0 Comments