ভালোবাসা কখনো একতরফা হয় না।
সে আমাকে ভালোবাসে তাই আমিও তাকে ভালোবাসি।সেও আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি।কথা দুইটার মধ্যে অনেকখানি পার্থক্য আছে।
প্রথম কথাটার মানে বোঝায়;
সে আমাকে ভালোবাসে।এজন্য আমি তাকে ভালোবাসি।এটা এক ধরনের চুক্তি।সে যদি আমাকে ভালো না বাসে তাহলে আমিও তাকে আর ভালোবাসি না।সে চায় তাই আমি তার সাথে সম্পর্কে আছি।আমি স্বেচ্ছায় তার সাথে কোনো সম্পর্ক রাখিনি।
এটার আরো মানে দাঁড়ায় যে;
তার থাকা বা না-থাকায় আমার কোনো কিছু যায় আসে না।বেঁচে থাকলেও আমার কিছু এসে যায় না। সে না থাকলেও আমার কিছুই যায় আসে না।
ব্যাপারটা অনেকটা একতরফা ভালবাসার মতো।
সম্পর্ক রাখার বা চালিয়ে নেওয়ার একপাক্ষিক প্রচেষ্টা।একজন ভালবাসবে আর একজন করুণা দেখাবে ,আর একার পক্ষে কোনো সম্পর্ক বেশি দূর টেনে নেওয়া যায় না। একজন যখন হঠাৎ চুপ হয়ে যাবে আরেকজন ভুলেও তার খোঁজ নিবে না। তারা হারিয়ে ফেলার কোন ভয় থাকবে না। একটা সময় ক্লান্ত হয়ে খালি হাতে ফিরে আসতে হয়। মরে গেলেও সে এসে একটাবার খবর নিবে না।
আর পরের যে কথাটা;
সেও আমাকে ভালবাসে আর আমিও তাকে ভালবাসি
কথাটার মধ্যে আলাদা এক ধরনের শান্তি আছে। তারা দুজনেই একটা সম্পর্কে জড়িত।একজন ক্লান্ত হয়ে গেলে আর একজন এসে হাল ধরবে। পাশে থেকে দুজন একসাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। কখনো কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবে না।একজন আরেকজনকে ছাড়া কখনো ভালো থাকতে পারবে না এখানে কোন করুণা নেই ।
আছে একজন আরেকজনের প্রতি ভালোবাসা আর সম্মান। কারোর প্রতি নিরন্তর আবেগ আর মায়া না জন্মালে তাকে ভালোবাসা যায় না। ভালোবাসা আসলে রূপ,গুণ এসবের ঊর্ধ্বে। ভালোবাসাটা তৈরি হয় মন থেকে।ভালোবাসাটা মনের মিল থেকেই হয়। কারোর প্রতি নিরন্তন আবেগ আর মায়া না জন্মালে তাকে ভালোবাসা যায় না ।
কে আমাকে ভালবাসলো কে বাসলো না সেসব হিসাব-নিকাশ না করে শুধু সাময়িক সময়ের জন্য একটা সম্পর্ক হয়। সেখানে ভালবাসাটা থাকে না। ভালোবাসা যা থাকে সেটা সারাজীবন একতরফাই থেকে যায় ।কাউকে ভালবাসতে হলে তার ভালোবাসার জন্য অপেক্ষা করতে হয় না ।একজন মৃত মানুষকে সারা জীবন নীরবে ভালোবাসা যায়।
তাই একটা কথাই বলব যে আপনাকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসুন।
যে আপনাকে ইগনোর করে যাচ্ছে প্রতিনিয়ত তার পেছনে সময় নষ্ট করে নিজের জীবনটাকে শেষ করবেন না ।যে আপনার খেয়াল রাখে,যে আপনার খোঁজ রাখে,যে আপনাকে প্রতিনিয়ত আপন করে রাখতে চায় আপনি শুধু তারই হয়ে থাকুন।
দেখবেন আপনার জীবনে আর কোনো কষ্টই থাকবে না।
সর্বোপরি একটা কথা না বললেই নয় যে,ভালোবাসা কখনো একতরফা হয় না।
৺৺৺৺৺প্রীতম সরকার৺৺৺৺
0 Comments