পরিবর্তন নিজের কাছে তবে কে বদলাবে বর্তমান:
পৃথিবীর সব থেকে সুখী মানুষ হলো পাগল।না আছে চিন্তা না আছে কোনো দুঃখ,না আছে কোন হিংসা না আছে কোন শত্রুতা।নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না।
সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায়।
বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়।নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে।
মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়,আপন পর হয়,স্বপ্ন ভেঙ্গে যায়,তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে।
আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন।
প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধুমাত্র আমি বাদে।সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মত দ্বিতীয় আর কাউকে ভালো লাগেনা।
জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু।কাউকে ভুলতে গেলে নতুন কারো হাত ধরবে না এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন।এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে।
কান্না যদি সবকিছুর সমাধান হতো তাহলে হয়তো কষ্ট বলে কিছুই থাকতো না জীবনে।নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন।কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে।
কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে দেখবেন কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিহ্বাকে কামড়ে দেয়।ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না।
ভালো থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না মনের মত একজন জীবন সঙ্গী হলেই যথেষ্ট।জন্ম নিলে যেমন মৃত্যু নিশ্চিত তেমন ভাবে ভালবাসলেও কষ্ট পাবে এটা নিশ্চিত।বাস্তবতা হলো আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে।
দেহের ব্যাথার থেকে মনের ব্যাথা অনেক বেশি যন্ত্রণাদায়ক।কাউকে নিজের দুর্বলতা দেখাতে নেই দেখালে সে আপনার ওই জায়গায় আঘাত করবে। আর এটাই স্বাভাবিক,যে ক্ষমা চাইতে জানে,ভুল স্বীকার করতে জানে,সে সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য।
ভালোবাসার নাম করে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনই ক্ষমা করে না। আশেপাশে কত হাজার মানুষ অথচ খারাপ সময়গুলোতে কাউকে পাশে পাওয়া যায় না।
সমালোচনা তারাই করে যাদের নিজেদের ভালো কিছু করার ক্ষমতা নেই।রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে,যাকে বলবে তার মনে হয়তো সবকিছু থেকে যাবে।
আচ্ছা একটা প্রশ্ন করি,কমেন্টে এমন একটা জিনিসের নাম লিখুন যেটা পেলে বর্তমানে নিজেকে শ্রেষ্ঠ সুখি বলে মনে করবেন?আশা করি উত্তরটা দিয়ে যাবেন!
বিশেষ দ্রষ্টব্য:
উপরোক্ত উক্তিটি নিচের ভিডিও থেকে সংগৃহীত করা হয়েছে!যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল।
প্রীতম সরকার ,,,
0 Comments