ছেলে এবং মেয়েদের কান্নার একমাত্র কারণ হলো অসমাপ্ত ভালোবাসা
শুরুতে তোমায় ছেড়ে থাকতে পারবোনা বলা মানুষটাও শেষে এসে তোমাকে ছাড়াই দিব্যি দিন কাটায়।
অকারনে একটু অভিমান করে থাকলে চিন্তায় হাশফাশ করা মানুষটাও একদিন, তোমার অভিমান পাত্তা না দিয়ে চলে যায়।
অভিযোগের ঝুলি খুলে শতবার Sorry বলা মানুষটাও একদিন তোমাকে ছেড়ে যাওয়ার মত গুরুতর অন্যায়টা করতেও দ্বিধাবোধ করবে না।
কখনো কাঁদতে দিবো না বলে, Promise করা মানুষটাও গভীর রাতে তোমার বালিশ ভেজানো কান্নার কারণ হয়।
সারাদিন ভালবাসি ভালবাসি বলে বিরক্ত লাগানো মানুষটাই,তোমাকে গভীর ভালোবাসায় তলিয়ে দিয়ে নিজেই সাঁতরে তীরে উঠে আসে।
আজ যে মানুষটার কাছে তুমি মানসিক শান্তি, কালই তার অশান্তির কারণ হওয়া অসম্ভব কিছু নয়।আসলে আমরা কারনে অকারণেই বদলাই।
বয়সের সাথে আমাদের পছন্দ-অপছন্দ, ভালোলাগা বদলায়।সময় গড়ানোর সাথে সাথে আমাদের দেয়া কথা গুলো ফিঁকে হয়ে যায়।
তাই একটা সময় পিছনের সব মায়া মুছে দিয়ে, অপর পক্ষের মানুষটার কথা একটিবারও না ভেবে আমারা দূরত্ব বাড়িয়ে দেই।কাউকে ভীষণভাবে জড়িয়ে দিয়ে আমরা নিজেরাই সরে যাই।
0 Comments