এই পৃথিবীতে নিজের হাতটি ধরতে পারবে এমন একটি মানুষ চাই,,,,,,,,,!
স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না!আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পাশে সবাই থাকবে ।কিন্তু স্বামী বিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে!!ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবেনা কেউ।
কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম, অমানুষের সংখ্যাই বেশি!
তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভূল করবেন না।আপনাকে আগলে রাখলে ঐ মানুষটিই রাখবে, যে বিয়ের মধ্য দিয়ে সারা জীবনের মতো আপনার দ্বায়িত্ব নিয়েছে।সুতরাং স্বামী যেমনি হোক,তার থেকে আপন এই দুনিয়ায় কেউ হবে না,হতে পারে না।
এক জন হ্যান্ডসাম জীবন সঙ্গীর চাইতে,একজন Caring ও বিশ্বস্ত জীবন সঙ্গী অনেক বেশি প্রয়োজন জীবনে চলার পথে।
সময়ের সাথে সাথে চেহারা ফুরোয়,সৌন্দর্য আর থাকে না।তখন যা থাকে তাহলো দুজনের বোঝাপড়া আর বন্ধুত্ব।
যে মানুষটা আপনাকে মায়া করে আপনার ছোট-ছোট Details মনে রাখে।আপনার ভালো লাগা ও মন্দ লাগা গুলোকেও মেনে নেয় তাকে ভালোবাসুন।আপনার সৌন্দর্যে যে বিমোহিত হয় তাকে নয়।
ভালোবাসা মানেই বেড়ে উঠা একসাথে।যে মানুষটা আপনার ক্যারিয়ার ও আপনার পরিবারের প্রতি যত্নশীল সে মানুষটা আপনার জীবন সঙ্গী হিসেবে ভিষন Perfect।
সে সেক্রিফাইজ করতে জানবে।সে বুঝবে জীবনের মোড় গুলোতে কিভাবে আপনাকে হ্যান্ডেল করতে হয়।কিভাবে তার যাত্রার সাথে আপনাকে নিয়ে পথ চলতে হয়।
তাই সৌন্দর্যের চাইতে একটা ভালো মানুষ দরকার আমাদের জীবন যাপনে।
0 Comments