Love is the first position of mind
ভালোবাসা নিয়ে কিছু বাস্তব কথা। ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনের প্রয়োজন হয়,আর ভাঙতে প্রয়োজন হয় শুধুমাত্র একজনের।কাউকে নিজের থেকে বেশি ভালবাসতে যেও না পরিনামে শুধু কষ্টই পেয়ে যাবে।না পারবে সে কষ্ট সহ্য করতে না পারবে মরে যেতে।
পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোন পাথর বা শক্ত কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র মুখের কিছু অবহেলিত কথাই যথেষ্ট।
টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে।ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না একে অপরকে সম্মান করা।
পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হচ্ছে নিজের চোখের সামনে মায়ের চোখের জল দেখা।
কেউ পছন্দ না করলে কি হয়েছে সৃষ্টি কর্তা তো পছন্দ করেই বানিয়েছেন।আসলে কেউ কাউকে ভুলে যায় না,শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়।কাউকে যদি সত্যিই ভালোবাসো তবে তাকে হাজার ব্যস্ততার মাঝে ও একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় অপেক্ষায় বসে থাকে।
একটা বই ১০০ টা বন্ধুর সমান কিন্তু একটা ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান।কাউকে অপেক্ষায় রাখাটা খুব সহজ কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটাই হলো অনেক কঠিন।
প্রথমে অজুহাত,তারপরে ব্যস্ততা,তারপরে এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ করা,তারপর সমস্ত জায়গা থেকে ব্লক এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক।
হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি,তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না। ভুলটা আমার,নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে পেয়েছিলাম তোমাকে। তোমাকে যতটা ভালবাসি এতটা ভালো তো নিজেকেও কখনো বাসিনি। মাফ করে দিও যদি তোমার মনে কোন কষ্ট দিয়ে থাকি।কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি।
বাস্তবতা হলো,বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না।নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না।কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে।যেমন: আমি।
আপনার প্রিয় মানুষটাকে ভুল বুঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন,নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকেই হারিয়ে ফেলবেন।
কখনো মানুষের কথা শুনে কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয়।তাই যতটুকু সম্ভব আপন মানুষকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন আর তার প্রতি সহানুভূতি হন।
জীবনে কোন কিছু শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে।ভালোবাসার মানুষটির অবহেলা কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট।সত্যিকারের ভালবাসা সেটাই,যেখানে সম্মান,শ্রদ্ধা আর পবিত্রতা থাকে।
নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মত শান্তি কোন রাজপ্রাসাদেও পাওয়া যায় না।
হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালবাসে।কারো অবহেলা পাওয়ার থেকে একা একা থাকা অনেক ভালো কারণ একাকীত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না।
সময়-সময় নিজেকে Update করুন না হলে এই দুনিয়া আপনাকে Use করে Hang করে দেবে।বাবার দেওয়া কোন কিছুকে কখনো ছোট্ট মনে করো না, মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প।
পছন্দের জিনিস সবাইকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস কাউকে দেওয়া যায় না।চরিত্র এরকমই রাখো,যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটিও তোমাকে দেখে ভরসা পায় ভয় নয়।
সমাজ সে কে আবার?সমাজ মানেই তো ব্যর্থ মানুষকে নিয়ে রসিকতা করা আর সফল লোককে হিংসা করা।আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না।
কিসের ছোট্ট কাজ বড় কাজ সব কাজই তো মানুষ পেট চালানোর তাগিদে করে।
বিশেষ দ্রষ্টব্য ;উপরোক্ত উক্তিটি নিম্নোক্ত ভিডিও থেকে সংগৃহীত হয়েছে।যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল।
0 Comments