অন্যের উপর নিজেকে কখনো নির্ভরশীল করবে না
হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলে এড়িয়ে চলতে হয়। ইচ্ছে গুলোকে স্বাধীনতা দাও উড়তে দাও আকাশে,লোকের কথাতে কান দিও না সে তো রোজই ওড়ে বাতাসে।
সবাই বলে যে ভালবাসবে সে ঠিকই ফিরে আসবে।কিন্তু আমি বলি,যে সত্যি ভালবাসবে সে কখনো ছেড়ে যাবে না।কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না,যার উপর তুমি নির্ভরশীল হয়ে থাকবে সেই মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে।
আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়।অনুভূতির সবচেয়ে সুন্দর যে বেশ অনুভবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়।
সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে,যেখানে তর্ক করা বৃথা সেখানে বিতর্কে জড়িয়ে লাভ নেই।চুপচাপ সরে আসো তোমার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে।
ভালো বন্ধু,ভালো ভাবনা,ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে।তার জন্য সব সময় ফ্রি থাকবেন না।
যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো। কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না আর যেটা পেতে অপেক্ষা আর ধৈর্য ধারণ করতে হয় সেটা দেরিতে হলেও সারা জীবন থেকে যায়।
জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না,ভালো-মন্দ,সবকিছু শেয়ার করা যায়।চার দিনের যত্ন নেওয়াটা হল প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওটাই হলো ভালোবাসা।
কিছু অপেক্ষা অন্তহীন, কারো কাছে যা মূল্যহীন।কিছু মানুষ এতটা হাসিখুশি থাকে যে তাদের দেখলে বুঝতে পারবেন না যে তারা কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে।আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম যে, কেন চলো আমার সাথে?সে জবাব দিল,আমি ছাড়া তোমার আর কে আছে।আর যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারা কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে।
মাকে অবহেলা করো না, মা চলে গেলে আর কখনো ফিরে পাবে না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খুঁজে আর সেই প্রিয়জন একদিন কষ্টের সাগরে ভাসিয়ে দেয়।
ভবিষ্যৎ যতই অনিশ্চিত হোক না কেন সে না দেখা দিনগুলোর জন্যই আমার প্রতিনিয়ত অপেক্ষা করি আর প্রতিনিয়ত বেঁচে থাকি।
যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তুমি দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে।
কুকুরের বাঁকা লেজ যেমনি সোজা হয় না। তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কখনো ভালো হতে পারবে না।
রাতের নিস্তব্ধতা তোমাকে একটাই শিক্ষা দেয় দিনশেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নাই তোমার আপনজন।পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না।
একটা কথা সবসময় মনে রাখবেন:
ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও দেখবে পূরো পৃথিবীটাই বদলে যাচ্ছে।
উপরোক্ত উক্তিটি নিম্নোক্ত ভিডিও থেকে সংগৃহীত করা হয়েছে।যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেলের PUBLISHED ভিডিও।
প্রীতম সরকার
0 Comments