কারো অবহেলিত ভালোবাসা পাওয়ার থেকে সারা জীবন একা থাকাই অনেক ভাল
বুকের ভেতরটা সবার জন্য ব্যাথা করে না। যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু একমাত্র তার জন্যই বুকের ভেতরটা ব্যথা করে ।
কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যুদ্ধটা কেবল মাত্র নিজের সাথে।আমার কষ্টটা কি তোমার কাছে নাটক মনে হয়?ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখছো।কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটক কতটা কষ্টের হয়।
সম্পর্ক চলাকালীন না, সম্পর্ক ভাঙ্গার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন।যারা বুঝে গেছে ভালোবাসা কি তারা আর কখনোই কাউকে ভালবাসেনি।
সকাল তো সব সময় সুন্দর,খারাপ তো এই অমানুষের কপাল।যেখানে তুমি থাকার পরও শূন্যতা সেখানে তুমি না থাকাই শ্রেয়। স্ত্রীকে দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন।কারণ সেও তার পিতার কাছে রাজকন্যা ছিল।
ভালোবাসা সবার প্রতি আসে না,আর যার প্রতি আসে সে তো মূল্য বোঝেনা।পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার বুকে এক ফোটাও কষ্ট নেই।কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে।
সম্পর্ক যদি মন থেকে হয় তা ভাঙতে চাইলেও ভাঙবে না,সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তবে জুড়তে চাইলেও সম্পর্ক জুড়বে না।
কে বলেছে চোখের জলের কোন ওজন হয় না?এক ফোটা পড়লেই মনটা হালকা হয়ে যায়।
রোজ তোমাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা ভালোবাসা। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই।যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবেই।
একটা মানুষকে তার ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলায় যথেষ্ট।চাইলে হয়তো জোর করে হাসা যায় কিন্তু জোর করে ভালো থাকা যায় না।এই শহরে মনের সাথে মনের মিল হয় না।হয় ক্যারিয়ারের সাথে রূপের মিল।
চাওয়া,,,সে তো সবার থাকে কিন্তু পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার।এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষ বেশি।কাছের মানুষের বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি।বারবার মনে হয়,এই মানুষটা কি করে এরকম করতে পারল?
বিশ্বাস আমি করেছিলাম,যার মূল্য তুমি দাওনি।একবারও কি ভেবেছিলে ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাইনি!আমাদের রাগ হবে প্রতিদিন,বিচ্ছেদ হবে না কোনদিন,মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয়।যদি চলেই যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোটা কি প্রয়োজন ছিল?
সে অনেক ব্যস্ত,যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে।দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মত করে থেকে গেলাম। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখাই অনেক বেশি ভালো।
ছোট ছিলাম সব ভুলে যেতে,সবাই বলতো মনে রাখতে শিখো আর বড় হলাম কিছু বলি না এখন,কিন্তু সবাই বলেছে ভুলে যেতে শেখো।
বিশেষ দ্রষ্টব্য ;
উপরোক্ত উক্তিটি নিম্নোক্ত ভিডিও থেকে সংগৃহীত করা হয়েছে।যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেলের PUBLISHED ভিডিও।
0 Comments