মিথ্যে ভালোবাসার থেকে একাকীত্ব জীবন অনেক ভালো।

মিথ্যে ভালোবাসার থেকে একাকীত্ব জীবন অনেক ভালো।


কখন বুঝবেন আপনার নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা গুলো সফল হয়েছে?আপনি আপনার চঞ্চলতাকে ভুলে অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন। আপনি বুকের ভেতর কষ্ট চেপে দিব্যি  ভালো থাকা নিয়মে চলতে পারেন। 

কাউকে বারবার বোঝানোর চেয়ে,  তার কথাগুলোই চুপ করে শুনেন। আপনার জীবন থেকে হারানো মানুষগুলোকে নিয়ে আফসোস করেন না।কেউ আপনার সামনে অভিনয় করছে বুঝতে পেরেও তাকে চুপচাপ সহ্য করেন।যেখানে এক-দুই কথাতে তর্কে জড়াতে পারেন,সেখান থেকে লুকিয়ে ফিরে আসেন।

পুরন স্মৃতি হাতড়ে মন খারাপ করাটা আপনার বিরক্তির কারন মনে হয়।কেউ আপনাকে বুঝবে,সেই আশা ছেড়ে নিজের ভালো লাগাকে একাই গুরুত্ব দেন।জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষা নিয়ে আর বসতে চান না।আগ বাড়িয়ে কারো সাহায্য করা ছেড়ে দিয়েছেন,কেউ চাইলে শুধু তখনই সাহায্য করেন। 

কারোর কাছে নিজের ইচ্ছে,ভালো লাগাকে প্রকাশ করতে চান না, কারোর উপর অভিমান করে না, অভিযোগ করাও ছেড়ে দিয়েছেন, শোরগোলের চেয়ে নিরব পরিবেশটা উপভোগ করেন বেশি।আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না,কারো অনুভূতি গুলোকে প্রশ্রয় দেন না, নতুন কোন মানুষকে আপন করতে চান না,নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা চালিয়ে যান।

মানসিক চিন্তার কারণ হতে পেরে ভেবে,সব কিছুতে সমঝোতা করতে রাজি থাকেন। একাকীত্বটাকে আপনার সাথে মেনে এবং মানিয়ে নিতে পারেন। আপনার এখন সহজে মন খারাপ হয় না কান্নাটা প্রায় ভুলেই গিয়েছেন।সব প্রশ্নের উত্তর শুধু একটা হাসি দিয়েই প্রকাশ করে দিতে পারে।ভালোবাসার  মানে খোঁজা বাদ দিয়ে ভালো থাকার কারণগুলোতেই মনোযোগ আপনার।

জন্ম থেকেই মানুষ প্রতিনিয়ত নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে বেড়ায়।নানান আঘাত-প্রতিঘাত সহ্য করতে করতে একসময় মানুষ ক্লান্ত হয়ে যায়। অন্যের কারণে বারবার নিজেকে বদলে ফেলার চেষ্টায় একদিন একেবারেই শান্ত হয়ে যায়।দুঃখ-কষ্টের কাছে বারবার পরাজিত হয়ে,নিজেকে বদলাতে বদলাতে এমন একটা অবস্থানে মানুষ চলে আসে যেখান থেকে নিজেকে নতুন করে বদলানোর মত আর কিছু থাকে না

Post a Comment

0 Comments