সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার গড়ার চিন্তা করো।

 সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার গড়ার চিন্তা করেন।




পাইনি কথাটার চেয়ে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক।মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয় কিন্তু এক কাপ ঘিয়ে একটি মাছি পড়লে শুধু মাত্র মাছিটিকেই ফেলে দেয়।

এটাই মানুষের ভাবনা।মানুষ দামি জিনিসের বেশি মূল্য দেয়,দামি জিনিসের জন্য মন-মানসিকতা টাও বদলে যায়।

দুটি কারণে মানুষের পতন হয়।এক অতিরিক্ত আরাম প্রিয় জীবন,দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া। জীবনে সমস্যা থাকবে,মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক দুটোই বাড়বে।আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে যাবে।

তুমি যদি বাজপাখির মত উড়তে চাও তাহলে তোমার পায়ের সঙ্গ ছাড়তে হবে।

বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে?কেউ এটা বুঝতে চায় না যে, বাবা তার কলিজার টুকরা মেয়েটাকেই দিয়ে দিয়েছে।

ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না।যদি মনে হয় তোমার গুরুত্ব নেই সস্তা ভাবছে সবাই তাহলে জায়গাটা পরিবর্তন কর। তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বোঝে।মনে রেখো তুমি সস্তা নও তুমি সবচেয়ে দামি।প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষাই একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়।

মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়া থেকে কথার মায়াই বেশি মারাত্মক। যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর তারা এ কথাগুলো অবশ্যই মনে রাখবেন,

                    Bike বা Care চালাবেন সাবধানে,সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার গড়ার চিন্তা করেন।

যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততোই সময় নষ্ট করবেন। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবে,হবেই। আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন।কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোন পথ নেই।

জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে ততো মানুষের ভালোবাসা বেশি পাবে।যে বলে অমুক ভালো না,তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন,কে পর,কে বন্ধু,কে শত্রু।

অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ংকর হয়।কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে।বয়স বাড়লে তুমি আরো বেশি শক্ত হয়ে যাবে।অযথা কারোর উপর রাগ করে নিজের প্রতিটা দিন নষ্ট করো না।যদি কাউকে সত্যিকারের ভালবেসে থাকো তাহলে কখনো তার অতীত নিয়ে খোঁচা দিও না।পারলে তুমি তাকে ভালবেসে তার অতীত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো।

মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপন মানুষগুলো কতটা স্বার্থপর।কিছু মেয়ে আছে হঠাৎ করে রেগে যায় হঠাৎ করেই কেঁদে ফেলে আবার হঠাৎ করেই সব কিছু ভুলে যায়।

 সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো,যারা তোমাকে সম্মান দেয় যারা তোমাকে ভালবাসে তাদেরকেই বন্ধু ভাবো।

বিশেষ দ্রষ্টব্য ;
                উপরোক্ত উক্তিটি নিম্নোক্ত ভিডিও থেকে সংগৃহীত করা হয়েছে।যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেলের  PUBLISHED ভিডিও।

              Channel Url:-  https://www.youtube.com/@invisiblelove.p 


                                                      

     প্রীতম সরকার 

Post a Comment

0 Comments