জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন
কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন,এটা ভাঙতে কোন হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট।
পৃথিবীতে সবচেয়ে আপন হল মা। মায়ের চেয়ে আপন কেউ হতে পারে না।কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের।কারণ তার কাছ থেকে তুমি বেশি আশা করেছিলে।
তুমি যদি গরীব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে।আর তুমি যদি ধনি হও তাহলে তোমার দূরসম্পর্কের আত্মীয় রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ।
সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙ্গা সম্ভব নয়।যদি কমে যায় ভালোবাসা আরো বেড়ে যায় দূরত্ব বুঝেনিও প্রয়োজনের বেশি দিয়েছিলে গুরুত্ব।মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে।
যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে ততো বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম।নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে।এ শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় সারাটা জীবন হাত ধরে পাশে থাকার মানুষের।
জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ।কারণ ব্যস্ত মানুষ,এরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না।
কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয়ে যায় না,একজন হয়তো বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন। গুরুত্ব তাকেই দিও যে তোমার মুল্য টা বুঝে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের মাঝে অপমান করে তাকে তুমি বন্ধু বানিও না।
প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের।ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি কথা মনে রাখবে; যে তোমাকে বিপদে সাহায্য করেছে তাকে কোনদিনও ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না,যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না।
সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না।একতরফা ভালোবাসা গুলো এমনই হয় একজন পাগলের মত ভালবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়।অনুভূতি, ভালোবাসা,মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ ততোই কম পাবে।
কোন অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো ভুলব না। সময়ের সাথে যদি কোন সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল।
সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙ্গেনা সম্পর্ক ভাঙ্গে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়।সত্তিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগার কন্ঠ আর কান্নাভেজা কণ্ঠের পার্থক্য বুঝতে পারবে।
আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না,জীবনে যত আঘাত পাবে ততোই কাছের মানুষ গুলোকে চিনতে পারবে।কারন সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়না।
বিশেষ দ্রষ্টব্য;
উপরোক্ত উক্তিটি নিম্নোক্ত ভিডিও থেকে সংগৃহীত করা হয়েছে।যা আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেলের PUBLISHED ভিডিও।
Channel Url:- https://www.youtube.com/@invisiblelove.p
প্রীতম সরকার
0 Comments